হইল শব্দ আকাশ ভাঙ্গিয়া,
আলোকিত আশপাশ বিদ্যুত চমকিয়া।


ঘন ঘন ডাকে উঠিল বিশাল রব,
যেন এখনি ঘর বাড়ী ভেঙ্গে নিয়েযাবে সব।


হঠাৎ চক্ষু পড়িল পশ্চিম-উত্তর কোণে,
রূপবতীর কাল আঁখি কাল বরণ চুল দেখায় এক্ষণে।


তখনি চলিল বাতাস পশ্চিম হইতে,
দৌঁড়ে পালাতে লাগল মেঘ উড়তে উড়তে।


আছমকা মেঘ হতে নামতে লাগল বারি,
সাতদিনের তরে সূর্যের সাথে করে আড়ী।


সেইযে শুরু হয়েছিল গত শনিবারে,
শেষ হইল অবশেষে শুক্রবারের তরে।