ভোরের আজানের পরে চোখ মেলে
দিবসের প্রথম প্রার্থনা করি মন খোলে।
তুলি হাতদ্বয় প্রভুর সকাশে বলি মনে
যায় যেন আজ দিন যেমন যায় গুনিজনে।


বিপদ এলে যেন ধৈর্য ধরি, কবু যাইনা ভুলে
সকল অহংকার আমার ডুবাও চোখের জলে।
পরধনে লোভ যেন নাহি পশে মনে
পরশ্রীতে অন্তর যেন পুলকিত বনে।


নিজের জন্য ভালোবাসি তা দিই অন্যজনে
ক্ষুধার্তরা নিত্য আহার যেন প্রভু পায় দিনমানে।
নিজের চোখে নিজেরে দেখি যেন ক্ষুদ্রকায়
লোকে দেখুক যেন আমায় সম্মানের চুড়ায়।


বৈধ আয়ে চলে যাক দিন, খাইনা যে হারাম
পৃথিবীর কাছে চাইনা কিছু, তুমিই দিও দাম।
নাওয়ায়ে চোখের জল দাও তবু সফল জীবন
বিশ্বাসীদের জন্য ধরা তো কারাবাস যেমন।


না হোক সুখ না হোক শান্তি, হোকনা লাঞ্চনা
দিন শেষে প্রভু যেন তোমাকেই করি অর্চনা।
কথায় কাজে যেন থাকি প্রভু অটল সদা
দিবস নিশিত লোকে যেন দেয় মর্যাদা।


প্রার্থনা কবিতাটি করি নিবেদন তোমারই পায়ে
মুখ তুলে তাকাও বান্দার এই গুনাহের নায়ে
আকাশওয়ালার কাছে করি নিবেদন মনেপ্রাণে।
এই জহিরের কাকুতিটা শুনিও প্রভু রহমানে।


১৬/০৩/২০২১ ঈসাঈ।
হিরণপুর, পূর্বধলা, নেত্রকোণা।