জীবনের ২১টি বসন্ত পাড়ি দিয়ে এসেছি।
একমুঠো সুখের দেখা পাইনি আজো, প্রতিনিয়ত সুখ সন্ধানে হাঁটছি অজানা পথে, জীবন রথে চড়ে।
আমি চেয়েছিলাম এক মুষ্টি প্রেম, পেলাম এক সিন্ধু নীল জমাট বাধাঁ বরফ মাখা কষ্ট।


চেয়েছিলাম এক অঞ্জলি শিশির, পেলাম আকাশ ভরা বৃষ্টি, হলো জলোচ্ছ্বাস। আমিতো কখনো চাইনি চাঁদ হতে, আমিতো শুধু চাঁদের জোছনায় একটু স্নান করতেই চেয়েছিলাম, পেলামনা।


এত পাষাণ্ডু বর্বরাতাময় ভাগ্য নিয়ে জীবনের গহীন সমুদ্রে আমি লগি বিহীন কান্ডারী। চতুর্দিক থেকে জড়ো হাওয়া আর কুল হারা ঢেউ এসব নিয়েই আমার জীবন।