উৎসর্গঃ সকল গৃহবন্দী বাঙ্গালীকে


শোন দাদু বলি তোমায় এক বৈশেখের কথা
পুলিশ সৈন্য ছিলো রাস্তায় গৃহবন্দী জনতা


চারদিকে হাহাকার, মৃত্যুর মিছিলে লাশের বাহার
এমনো বৈশেখ দিনে কেঁদেছিল মানুষ নির্বিকার


বসন্তের বিদায়ক্ষণে এসেছিল সে বৈশাখ
ঢাক নেই ঢোল নেই, নেই বাউলের হাঁক ডাক


রমনার বটমূলে বর্ষবরণে নেই কপোত-কপোতী
লাল পেড়ে সাদা শাড়ী কেউ পড়েনি পাঞ্জাবী ধূতি


একোন বৈশেখ এলোরে সেবার ধরায়
রাখীহীন শূন্য হাত, নববর্ষের ট্যাটো নায়


নিস্তব্ধ নগরী যেন মৃত্যুর কূপ
প্রভু এ-তো ছিলোনা কভু নবর্ষের রূপ


কেউ বলেনা পান্তা ইলিশের সাথে পাটপাতা
উৎসবের আমেজে আজ সুনসান নীরবতা।


১৪-০৪-২০২০, ৬ঃ৫০