উৎসর্গ: শামছুর রহমান স্যার কেঃ


একি সূর্য! তুমি কাঁদছ কেন?
তোমার কান্নায় ভেসে এসেছে আজ বিদায়ী বেদনার সুর। তুমি কি বুঝাতে চেয়েছ আজ?


এই যে সময় তুমি থাম।
কত দিব্যি দিয়েছি তোমায়, তুমি তবুও থামলেনা।
একি তোমার নিষ্টুরতা, একি তোমার বর্বরতা?


তোমার শ্রোতে নিয়ে যাও কত আনন্দ,
দিয়ে যাও শুধু বেদনা। সেই বেদনায় ডুবে থাকতে হয়েছে আমাকে। আবার বলছি তোমায়, তুমি যেওনা।


এই যে সময় তুমি শোনছ? আর কষ্ট দিয়োনা।
কত দেশ, কত কাল, কত রাজা আপন করে নিয়েছো, কত মহা কৃর্তি তুমি ধ্বংশ করে দিয়েছ।


কেঁড়ে নিয়েছ শত প্রেমিকের প্রিয়াকে,
সত্যিই তুমি ধ্বংশ লীলার তরী।