করেছিল পাঠ কালামে পাক বোন আমার,
তার উপর কত জুলুম করেছি কত অত্যাচার ।


অতঃপর আমি হই অনুতপ্ত,
তাই আজ আমি লজ্জিত।
আমার এই পদস্থলনে,
বর্বর নিষ্টুর পাশবিক আচরণে।


সে তাঁর রবকে ডাকলো, যে মালিক আরশের,
কাকুতিভরে অনুনয়ের সাথে পাহাড়সম বিশ্বাসের।


তার দুটি কাল নয়নযোগল,
ঝরে পরল অশ্রু অবিরল।
দেখে আমি বিস্মিত হলাম,
তার বিশ্বাসে প্রদীপ্ত হলাম।


যে মহান সত্তাকে সে করছে আহ্বান,
নিশ্চই তিনিই স্রষ্টা মহিয়ান গড়ীয়ান।
তার অশ্রুফোটা মোতির মতো,
জানতামনা, সে যে আমার অগ্রজ এতো!


"সাক্ষ্য দিচ্ছি" আবেগঘন কণ্ঠে বল্লাম আমি,
তিনিই জগতের প্রভু তিনিই বিশ্বস্বামী।
সাক্ষ্য আরো দেই আহাম্মদ সাঃ ই সত্যনবী,
সত্যসহ এসেছেন তিনি আধাঁরে আলোর ছবি।


তিনি যথাযত ফিরিয়ে দিয়েছেন আমানত ভার,
তার পথে নেই কোন জুলুম অত্যাচার।


শ্রীপুর,নেত্রকোণা।
২৬.৫.২০১০।