মহাগন্থ আল-কোরআন
যে গ্রন্থটি ছিল কর্মপদ্ধতির,
সেটি আজ রয়েগেল প্রার্থনাতেই স্থির।


অধ্যয়নের নিমিত্তে ছিল যা,
শুধু আবৃত্তির জন্য হয়েগেল তা।
যা ছিল জীবিতের সংবিধান,
তা আজ মৃতের খতমে কোরআন।


যে শাস্ত্রটি ছিল বিজ্ঞানের মূল,
আজ তা নাশিকাহীনের হাতে সুগন্ধি ফুল।
যাহা ছিল সমগ্র জাতি বশ করতে,
তাহাকে দেয়া হলো আজ শুধু মাদ্রাসায় পড়তে।


চেয়েছিল নিষ্প্রাণ কে প্রাণবন্ত করতে,
চলেগেল বিদেহীদের পরিত্রাণ লইতে।
ওহে মুসলমান তুমি একি আজ করছো?
নেত্র মেলো, ভেবে কি কখনো দেখেছো?


[মুল লেখকঃ ভারতের নবম রাষ্ট্রপতি ড. পন্ডিত শঙ্কর দয়াল শর্মা। প্রায় ৪০ বছর আগের লেখা কবিতাটি। মূল ছিল হিন্দি ভাষায়।]


১৪.১১.১২
শ্রীপুর,নেত্রকোণা।