একটা ভালোলাগার পুঞ্জিভূত সঞ্চয় হতে একেকটা দীর্ঘশ্বাস হয়ে উঠে একেকটা ঝলঝলে কবিতিকা, আর মুখপঞ্জির(ফেসবুক) পাতায় রক্তাভ ব্যকগ্রাউণ্ডে প্রেমিক লিখে যায় একটা জীবনের জবানবন্ধী, কোকিলরা সময়জ্ঞান খুব জানে, অসময়ে দেখা মেলা ভার।


বকধার্মীকের প্রকৃতি আজ মেঘের ফোটায় ফোটায়, চলন্ত ট্রেনের যাত্রী গিজগিজ করে জীবনের প্যারাগ্রাফ। কে উঠলে কে বসবে আগে থেকেই হয় পরিমাপ ! বাস্তববাদী কবি আমি, ধর্মকেও আলাদা ভাবিনা জীবন থেকে। তবু জনম জনম অষ্টম পরিচ্ছেদে আটকে যাচ্ছে বিরহ কথামালা।
(অসীম/০২.০৪.১৮। চলন্ত ট্রেন)