কেমন কেমন করে যেন
খুব একা হয়ে গেলাম
খুব যত্ন করে সঙ্গী বানালাম যাকে
তার নাম একাকিত্ত।


কতশত বাড়িয়ে দেওয়া হাতগুলি
এখন আর একটিও নেই।
আশে-পাশে কেউ কেউ
হাত বাড়িয়ে বলে এসো বন্ধু হই।


বিশ্বাস ভঙ্গের মাঝেই
সকলে হয়তো সুখ খুঁজে পায়
তাই চারপাশে বিশ্বাস ভঙ্গের গল্পটাই বেশি।


মনের মাঝে বিশ্বাস ভঙ্গের গল্পটা
খুব গেথে গেছে।
তাই আর কাউকে বিশ্বাস করে
মনের মাঝে বসায় না।


একা একা একাকিত্তের মাঝে
যে সুখ খুঁজে পেয়েছি
তা থাকবে হয়তো বহুকাল।


চন্দ্র রাতে চন্দ্রগ্রস্ত হয়ে
একা একা ডুব দেই
একটা রাত জাগা পাখি
তার গল্প বলে যায় একাকিত্তের
আমি বুঝি তার সঙ্গী হয়ে গেলাম।