অভিব্যক্তি
মৃত্তিকা বঙ্গজ মামুন
*******/////*******


আকাশঃ আমি খুটিবিহীন এক প্রসস্ত ছাদ,
চাঁদঃ আমি জ্যোৎস্না রাতের মুগ্ধ নিখাঁদ


সূর্য্যঃ আমি রাত শেষে দিনের উত্তপ্ত আলো,
তাঁরাঃ আমি রাতের আঁকাশে মুগ্ধ ঝলোমলো।


মেঘঃআমি সাদা মেঘের পালকি বৃষ্টি হয়ে ঝড়ি,
পাখিঃ ডানা মেলে মুক্ত পবনে উড়ি।


বাতাসঃ আমি ঝড়ো বেগে ভয়, মৃদু হাওয়ায় গান,
গাছঃ আমি দূষণ করি শোষন, বাঁচাই পৃথিবীর প্রাণ।


ফলঃ আমি শক্তির উৎস দেহের সম্ভার।
ফুলঃ আমি পবিত্র প্রেমের সৌন্দর্যের সমাহার।


আগুনঃ আমি পুড়িয়ে করি সব ছারখার,
পানিঃ আমি পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার।


পাহাড়ঃ আমি সমতল ভূমির উঁচু টিলা,
ঝর্ণাঃ আমি পাহাড়ের বুকে সৌন্দর্যের লিলা


নদীঃআমি সারা জাহানের অনন্য দৃষ্টি
মাটিঃআমিই সকল সৃষ্টির সৃষ্টি।


আমরা সাক্ষ্য দিচ্ছি, তিনিই রব একজন,
আমরাই তাঁর গুনকীর্ত্তন করি সারাক্ষণ।


আল্লাহর সৃষ্টি কতোই না মনোমুগ্ধকর,
তিনিই সকল সৃষ্টির মহা যাদুকর।


                         ||||


২৫ এপ্রিল-২২
২৩ রমজান
ঢাকা।