-------------গোস্তের আক্ষেপ---------
             #মৃত্তিকা বঙ্গজ মামুন


এই বছর খানেক হল-গোস্ত খেয়েছি!
তাও সারাটা দিন অপেক্ষার পর।
রাত সারে সাতটায় পলিথিনে মুড়ানো
এক পোটলা গোস্ত ঘরে এলো-
আধা সের হবে।


রান্নার মসলাদি কিছুই নেই-
কারণ আমি সামর্থহীন।
হলুদ মরিচ লবন দিয়ে-
সিদ্ধ করে দুটো এতিম বাচ্চা নিয়ে
রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি।


বাচ্চা দুটোর বাবা নেই!!
একে একে ঈদের তিনদিন গেল
তারপরও ঈদের আমেজ সব ঘরে।
আর কোন প্রতিবেশি খবর নিলনা।
অথচ কুরবানি ঈদ!!


নিজের, প্রতিবেশি ও আত্মীয়'র মাঝে
সঠিক বন্টনের বিধান রয়েছে।
সেখানে কিনা ভবিষ্যৎ ভক্ষনের জন্য -
পলিথিনে বন্টন হচ্ছে ফ্রিজিং করার জন্য।
আর তোমরা উচ্ছিষ্ট করে ফেলছো!
এসময় আমাদের গোস্ত খেতে অনেক মনে লয়!!


যেখানে ত্যাগের হুকুম করা হয়েছে-
সেখানে আজ ভোগের রাজ্য খোলাসা!
ধর্মীয় সঠিক বন্টন আর মনস্তাত্ত্বিক জটিলতায়-
এখনো সমাজের নিম্ন আয়ের মানুষগুলোর-
কুরবানী ঈদ রোজার ঈদের মতই!!


সারা বছর কেনার সামর্থ নেই!
বছরে একবার অপেক্ষায় থাকি।
অনেক প্রাপ্য প্রতিবেশী  আজ বঞ্চিত।  
আজ ধর্মীয় অজ্ঞতা সামাজিক সুশাসন
মানসিক প্রতিবন্ধকতায়-


সঠিক পাওনারগুলোই আজ-
গোস্তের আক্ষেপ করে!!
এটা মোটেও কাম্য নয়।
নিশ্চয়ই এর কঠোর জবাবদিহিতা রয়েছে-
হুকুম দাতার কাছে।


             //\


রচনাকালঃ- ৬ ই জুলাই -২২
বাসাবো,ঢাকা।