ও মন
মৃত্তিকা বঙ্গজ মামুন
------------***------------


রোজা রাখো ঠিকই নামাজ পড়ো না,
ঘুর ফিরো কোরআন তো ধরো না।
যিনার মতই চোখ মুখ নাড়ানাড়ি,
জিব্বাহে কলহ গীবতে বাড়াবাড়ি ।


রোজা রাখো ঠিকই মেরে ধরে খাও
সুযোগ পেলেই লুটে পুটে নাও।
অর্থের দাপটে অনর্থে অপচয়,
ওজনে কারচুপি ব্যবসায় নয়ছয়।


রোজা রাখো ঠিকই দান নেই এক রতি,
কেমনে বুঝবা গরীবের অনুভূতি।
রমজানে রহমত বরকত নেকগুলো বাড়তি!
গুনাহ গুলো ঝড়ল না আমলে ঘাটতি!!
                          
                      - |||||-


ঢাকা  
২০ এপ্রিল-২২