বড় রাস্তা ছাড়িয়ে গলির শেষ সীমানায় এসে থমকে দাড়ায়!
অবাক হয়ে তাকিয়ে দেখি-
বেমানান কংক্রিটের নগরীর বালিকার ‘ছি’ খেলা।
হারিয়ে যাই বালিকার পা চঞ্চলা আর অদ্ভূত বুলির মেলায়!
পেছনে তাকিয়ে দেখি-
যৌবন কৈশোর ছাড়িয়ে সোনালি শৈশবটায়,
হাতরে খুঁজি কোন গ্রাম্যছবির দৃশ্যপটে,
খিলখিলিয়ে হেসে উঠা অনুরূপ বালিকায়,
আমার শৈশব সঙ্গীনি ‘ছি’ খেলায় মত্ত অনুরূপ বালিকায়,
জেগে উঠে মধুর কত কাহিনী স্মৃতির কৌটায়
কতইনা মেতে উঠতাম আমরা দুজন মিলে,
সকাল,দুপুর,বিকেল আর সাঁঝের ক্ষণে;
জামাই-বউ খেলায়,
আহা কতইনা অবলীলায়!।