এমনী দিনে মনে পড়ে তাকে
ছুতে মন চায় শুধু বারে বারে
মন হতে মনে, শুধু ক্ষনে ক্ষনে
দেখারি নেশা বেকুল ও করে।
এমনী দিনে মনে পড়ে তারে
কতযে ফ্বাগুন গেল যেন চলে
দিন রাত কাটে তারই অপেক্ষায়
মনে হয় সে আসিবে এবার।
এমনী দিনে মনে পড়ে তারে
সুখ দুখ সবই ঘিরে আছে তাকে
পাশা পাশি ছিল কত যুগ ধরে
শেষ বিকেলে আসিবে আবার
ডাকবে আমায় ক্লান্ত স্বরে।
এমনী দিনে মনে পড়ে তারে
জানি সে কখন আসবেনা আর
বৃথাই সব অপেক্ষা আমার
তবুও সবর করে এই মন
তার সাধনাই কাটাব জীবন।
এমনী দিনে মনে পড়ে তারে
এই বরর্ষায় সে ছিল নীড়ে
হাসি হাসি মুখ ভালোবাসা দিয়ে
বলেছিল আমায়
যেও না গো ভূলে।
এমনী দিনে মনে পড়ে তারে।।