কথা বলেনা কলম আমার
এই একটি শুধু ভূল।
সেই ভূলেতে চির কালই
দিয়ে যাই মাসুল।
দোশ নিয়না অধম আমি
বলি কিছু কথা
হয় জদি ভূল নীজ র্গুনে সব
করে দিয় ক্ষমা।
যার কাছে যাই যেদিকে তাকাই
আমার কেহ নাই।
পূর্ন করে দিলাম শুধু
আমি শুন্য হায়।
পরের জন্য জীবন আমার
পরের জন্য মরি।
আমার দেখি নাইরে কেহ
ব্যাথার কথা বলি।
আলোর মাঝে এসেছিনু
ছিন্ন হৃদয় তাই
উজার করে দিয়ে সবই
বিদায় নিলাম হায়।