আমি নষ্ট ছেলে নষ্ট হবো আরও,
তাতে কষ্ট পাওয়ার প্রয়োজন নেই কারো।
এই নষ্ট যুগে নষ্ট পৃথিবীতে
বলো—কী লাভ হবে সাধু-সন্ন্যাসীতে,
শোনো মেয়ে,
দ্যাখো স্বরূপটাকে চেয়ে;
ঐ নষ্ট মনের সাধ্বী-সতীর খোলসটাকে ছাড়ো।
শোনো মেয়ে,
দ্যাখো জগৎটাকে চেয়ে;
চলো নষ্ট হয়ে ভ্রষ্ট পথে তুমিও যদি পারো।
আমি নষ্ট ছেলে নষ্ট হবো আরও,
তাতে কষ্ট পাওয়ার কথা তো নয় কারো।