কোথাও কেউ নেই,
কবিতা নেই
শুধু কবিতার নামে
দুর্গন্ধ-
পূর্ব, পশ্চিমে, হেরেমের দেয়ালে
বিকৃত বৰ্ণ সিমানা পেরিয়ে
সামাজিক বাজারের, নোনা আস্তরনে
দেখি-
অসংখ্য জ্ঞান পাপি এবং
স্ব ঘোষিত মাতাল,ধৰ্ষক"
বোধ করি-
কবিরা মরেগেছে বহুকাল আগে
সভ্যতায় বিনির্মাণের উন্নয়নে তীব্র আর্তনাদে,
গণ আত্মহত্যার রোগে আক্রান্ত হয়ে-
অথবা
আদৌ জন্মেনি মরসুমি ফুলেদের মত,
পিতার পবিত্র লিপে!!