তুমি কর্মহীন বলার পর আমি বেকার হলাম।
এখন দিন রাত শুধু কবিতা লিখি।
প্রেমিক হওয়ার মত আমার হাতে এখন যথেষ্ট সময় আছে।
চালের মূল্য বাড়ে আমার প্রেম বেড়ে দ্বিগুন হয়।
বাজারের প্রতিটি মাছ আমার চেনা, জানা-
আমায় দেখে মুখ টিপে হাসে কসাই এর রামদা!
করাতের শব্দে যখন ঘুম ভাঙ্গে
টকশোর টেবিলে তখন ঘোর অন্ধকার।
দেখি পাশের দেয়ালে এক অভূক্ত কিশরীর নিদ্রাহীন চোখ-
গড়িয়ে পড়ছে শত শত ফারাক্কার জল।
সে জলে ভাসছে গ্রাম,শহর,
এবং অন্নদাবাবুর 'আত্মতুষ্টির পেয়ালা !!