গুরুর গরু দামড়া দেখেও
আমরা খুঁজি দুধ;
সাঞ্ঝা* বেলায় গাঞ্জা খেয়ে
গুরুই যখন বুদ!


স্বর্গ-নরক কোথায় আছে?
গুরুর কোথা ঠাঁই?
আমরা অধম তাকেই ভজে
দিচ্ছি শুধু লাই!
==============


সাঞ্ঝা > সাঁঝ