নিধিরামের বিধিটা বাম
কপাল ভাঙ্গে আপোষে;
ঊনপেটে ঢেঁকুর তুলেই
অন্যজনের ছা’ পোষে!


হাসি তবু ঠোঁটের আগে-
গড়িয়ে যায় সারাক্ষণ;
দুঃখ-শোকে টলেনা সে
চেয়ে মাটি প্রবোধ মন!