ছড়ার দেবো-
চড়া দাম
খোকার মুখে ফুটলে।
চাঁদেরও নেই
অতো দাম
আঁধার রাতে উঠলে!


সাতটি রাজার
কতো ধন?
কতো সেটার মূল্য?
আমার সোনার
মুখে বোল
হয়না কিছুর তুল্য!


বাজা শংখ,
বাজা ঢোল
ফুটছে ছড়া ছন্দ।
আজকে বড়ই
খুশীর দিন
আজ শুধুই আনন্দ!