বৈশাখে ঐ প্রখর তাপে, তপ্ত আখা এ ধরণী


যাচ্ঞে বারি, ডাকে, ত্রাহি, শ্রষ্ঠা কাছে, সকল প্রাণী।  


বিষাণ বাজায়,ভীষণ  রোষে, পাগলা মোষে,, হাকে দামিনী।


ঈশান পবন, ভীষণ বেগে,উঠে জেগে, কাঁপে মেদিনী।


আজি এ, বিশ্ব প্রলয়, বহে মলয়, দূরন্ত বেগে।


ত্যাজি সে,সুপ্ত গিরি, অগ্নি উগরি,ওঠে জেগে।


ভাঙ্গে, টুটে, জীর্ণ কুঠির, শীর্ণ তরু, ভাঙ্গে বিটপী।


চমকে উঠে, ক্লান্ত পান্থ, দিক ভ্রান্ত, করে ছুটাছুটি।


করি কুরঙ্গ শিকার, রঙ্গব্যঙ্গ যেমন করে বাঘে,


ধরি, ধরা আকড়ি, তেমনি খেলা এ  বৈশাখে।


করি সাঙ্গ, ভোজন কাণ্ড, শান্ত যেমন ব্যাঘ্র মামা।


করি লণ্ডভণ্ড, লঙ্কাকাণ্ড, বৈশাখীরও তেমন থামা।