আমার মনের গহীন কোনে
রইবে তুমি সঙ্গোপনে
রচবো আমি কাব্যমালা,
পরবে মালা তোমার গলা
ছড়াবে তায় হিরক দ্যুতি
দেখবে তাহে জন জ্যোতি
পলকে বাণ হানবে যেন
শায়ক বেঁধা পাখি হেন
নিন্দার ভয় জগৎ ব্যাপি
রইবে তবু প্রেম পাপী
মজনু সম তোমায় আমি
কাছে গিয়ে ধরবো পাণি
প্রেম যমুনা উঠবে জেগে
প্রেমের জোয়ার আসবে বেগে
ময়ূরপঙ্খী নায়ে চড়ে
ধরবো পাড়ি দূর সাগরে
সেথায় যদি ডুবে মরি
সেই হবে মোর স্বর্গপুরী।