তুমি সিন্ধু  ওহে বন্ধু
অথৈ পারাবার
জল ভার  বহ  অার
পাখি জলচর।


তোমার বুকে   পরম সুখে
থাকে মীনকুল
মনি কাঞ্চন   হীরা রতন
নাই তার তুল।


কভু শান্ত   কভু অশান্ত
তুমি নিত্য নিতি
বারেক ভাঙ্গ   বারেক গড়
এই তব কৃতি।


হে দুরান্ত   অপুরান্ত
ভাণ্ডার তোমার
বক্ষে ধর  ভার বহ
অসীম জলধর।


কলকল কল   ছলছল ছল
মিষ্টি মধুর তান
যেন পিক পাপিয়া   গাইছে পিয়া
বিরহেরই গান।


ভাঙ্গ গড়   যাহা কর
তোমার অভিলাস
তোমার গেহে   পরম স্নেহে
রইতে আমার আশ।।