বসন্তের এই বিদায় ক্ষণে
রঙ লেগেছে শিরীষ বনে।
কৃষ্ণচূড়ার ডালে ডালে,
দিবস রাতি আগুন জ্বলে।
সোঁদালিও হলুদ দলে,
মেতেছে আজ রঙ বাহারে।
নিম্বকও ব্যাকুল আজি,
শিরে শুভ্র ফুলের সাজি।
মিষ্টি মধুর গন্ধ বিলায়,
চৈতি রাতের চাঁদের মেলায়।
মাতাল হাওয়া রসাল বনে,
দোল দিয়ে যায় ক্ষণে ক্ষণে।
রৌদ্র দগ্ধ এমন দিনে,
তোমায় কেবল পড়ে মনে।