হারিয়ে যাওয়া স্মৃতিগুলো। পর্ব- ১।


                    - ফরিদ উদ্দিন


হারিয়ে গেল ঐ যে দেখ গ্রামে খড়ের ঘর,
গোলা ভরা ধান আছে নেইতো গোয়াল ঘর।
ঢেঁকি আজ হয়ে গেছে গৃহবধূর পর,
পালকিতে আর চড়ে না কেউ কনে কিংবা বর।
মাঠেঘাটে রাখাল ছেলে বাজায় না আর বাঁশি,
সচারাচর যায় না দেখা লাঙ্গল কাঁধে চাষী।


নদীনালায় খালে বিলে তেমন মাছ নেই,
চাষের মাছে তাইতো বলি সেই স্বাদ নেই।
গুড় গুড় করে হুক্কায় দাদু দেয় না টান,
নদীর বুকে পাল তুলে গায় না মাঝি গান।
শাপলা আর পদ্ম ফুল নেই বিলে ঝিলে,
কলার ভেলায় ভেসে কেউ নেয় না তুলে।


ঝিঁঝিঁ পোকার গানে গানে হয় না এখন সন্ধ্যা,
উঠানে এখন তুলসী গাছ নেই রজনী গন্ধা।
হরেক রকম গাছ আছে নেই বকুল তলা,
কুড়িয়ে কুড়িয়ে খুকুমণি গাঁথে না আর মালা।
বনজঙ্গলে যায় না শোনা শিয়ালের ডাক,
গাছে গাছে যায় না দেখা মৌমাছির চাক।


বাউল গান গায় না বাউল হাজার লোকের ভীড়ে,
কাঁশফুলের নরম ছোঁয়া নেই নদীর ধারে।
কাঁদা মেখে গ্রামে গ্রামে খেলে না আর হা- ডু- ডু,
বৃষ্টির দিনে মায়ে ঝিয়ে খেলে না লুডু।


গ্রামে -গঞ্জে হাট-বাজারে বসত কত মেলা,
সেই মেলাতে সেজেগুজে আসতো পল্লীবালা,
ফেলে আসা দিনগুলি শুধু এখন স্মৃতি,
হারিয়ে যাচ্ছে আমার গায়ের সেই সংস্কৃতি।