কাব্যের কিরণ গীর্দেবীকে খুঁজা চূর্ণক কৃচ্ছ্র ;
কেবল কৈশোরে খোঁজ কৌশলে।      
কারণ্যময়ী তিনি, কীর্তনে তুমিও পূজাহ্নিকে কৃতকার্য;
যেথায় চৈত্য কোটায় গৌরবিণী।
কালের শিক্ষাগুরু, গীতিকাব্যের কুলাচার্য তূলের কৃত্তিকা;
তেমনি চৈতন্যময়ী কোহিনূর গৌরবান্বিত।      


কবিতাটি লেখার নিয়মঃ প্রিয় পাঠক, কবিতাটি একটু লক্ষ্য করে দেখুন তো, প্রত্যেক শব্দতে প্রর্যায়ক্রমে আ- কার, ই-কার, ঈ-কার, উ-কার, ঊ-কার,ঋ-কার, এ-কার,ঐ-কার, ও-কার ও ঔ-কার রয়েছে কিনা?  যদি থাকে বলুন তো এই ধরনের কবিতার নাম কি দেওয়া যায়।