শূন্য হৃদয় শূন্য  


ফরিদ উদ্দিন  


(শব্দ প্যালিন্ড্রোম কবিতা)। কবিতাটি বাম ও ডান দিক থেকে পড়লে অর্থ একই হবে।          


তারা, রাতের তারা
ধারা বেদনার ধারা


গান, জোনাকির গান
তান বিষাদের তান


দল, প্রজাপতির দল
ঢল হাহাকারের ঢল


জল, শিশিরের জল
ছল ব্যথার ছল


শূন্য, হৃদয় শূন্য
পূর্ণ যাতনায় পূর্ণ


তুই কেমন মেয়ে?  কেমন তুই?
ছুঁই গেলি হৃদয়, গেলি ছুঁই।