স্থিতিস্থাপক
-মো. নাজমুল হক


কখনো কখনো তাই দেখতে পাই,
প্রত্যাশার বাহিরে যা তাই।
আলো-আধারের তফাৎ খুজে পাই,
মায়া-ভালোবাসার ব্যবধান খুজে পাই।
স্থিতিস্থাপকের স্বভাব খুজে পাই,
ভ্রান্ত ধারণার প্রমাণ খুজে পাই,
অধ্যাসের ব্যবধান দেখতে পাই।
কুড়িপোকার স্থায়িত্ব খুজে পাই,
নিজ অবস্থানের ছন্দ যে নাই।
অর্ধ চন্দ্রের দেখা যে পাই,
পূর্নিমার আলো যে নাই।
নিস্তব্ধ পথে ঝিঝি পোকার ডাক শুনতে পাই,
গগনে অনেক তারা দেখতে পাই।
গোলাপ ফুলের কলি দেখতে পাই,
হাওয়া বদলের নিয়ম দেখতে পাই।
বিলীন নই হারিয়ে যাতে চাই,
ছোট্ট একটা গল্প লিখে যাই।