সোনা ঝরা রৌদ্রে শ্যাওলার মাঝে নবগঙ্গার জলে ভাসি,
মুগ্ধ হয়ে দেখেছিলাম তোমার মুখে সাদা শাপলার হাসি।
হৃদয় ঝলসে আছে সেই থেকে আজও অবধি,
হৃদয়ের হৃদে সে হাসি অবিরত বইতেছে নিরবধি।
গোধূলির লগন চলে যায়, রাখালের বাশিঁর সুর থেমে যায়,
সে দিকে নেই কোন খেয়াল, নজরবন্দি প্রিয়তমার হাসির মায়ায়।
নিঃশ্ব হয়ে গেল চাঁদ রূপালী জোস্ন্যা ঝরে ঝরে,
অনুভূতি নেই কোন তার আজ আমার এ মোহময় অন্তরে।
ও কালো কোকিল করো‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ গে তুমি শত পাখিদের নিয়ে বসন্ত বন্দনা,
সুখে আছি আমি সুখে ও সবের আজ নেই কোন ভাবনা।
আমার আমিকে পেয়েছি আমি প্রিয়ার হাসির মাঝে,
চিরদিন কাটিবে আনন্দে আমার পৃথিবীর সকাল সাজে।
কেউ কইরো না মানা আমায় উড়বো আকাশ পানে,
সারা পৃথীবি ভরিয়ে সবে সুরের মূছর্নায় মধুর গানে গানে।
এ কি সুখ! যা ভাবিনি কখনো কোন দিন এ জীবনে,
সুখ পরশের এই হাসি ভূলি বো নারে প্রিয়তমা আমার মরনে।