এইখানে পথে পথে কদম্ব সুবাস ছড়ানো
লতায়- পাতায় কী শ্যাম-নূরানী সুখ,
এইখানে তোমার মায়াময়ী বেদনা খেলা করে।
আহা! বাতাসে ছড়ানো আতর গন্ধ
ক্যানভাসে ভেসে ওঠে সেইসব সোনালী উপাখ্যান
শিহরন- স্বপ্নে আত্মহারা হয়ে উঠি আমি।
তোমার মনের অব্যক্ত কথারা ঘিরে ধরে মৌমাছির মত
আমি-ভালোবাসি বলে;নিস্তার মেলে তবে।
পাখিদের গানে গানে তোমার কথা,
ঘাসে ঘাসে তোমার কাম- কোমল কণ্ঠস্বর,
প্রজাপতির রৌদ্র-ডানায় কল্পিত স্বপ্নের আলপনা
আলতা পড়া তুমি চিবুক থেকে গলে পড়ে রূপ।
শূন্যে তোমার উঁকি খেলার মায়াজাল-
ভেসে ওঠো মস্ত বড় তুমি-তোমার মুখ
রোমন্থ নে পুড়ি তবু তোমাতেই বুঁদ।
এই আমার গ্রাম এই আমার  আতুর বেদনার ভূমি
একদিন-চিরদিন আমাদের পবিত্র স্বপ্ন-কামনা ভূমি,
এখানেই মরে পড়ে থাকিতে চাই অনন্তকাল।