দক্ষিণ মেরু গলে যাচ্ছে একটু একটু করে
অরন্যের পাহাড়কে ছুঁয়ে দেখার আশায়;
আর অভিষারে থাকো তুমি যোযন যোযন দূরে
মন ভেজাবেনা বলে আমার ভালবাসায়,
হয়তো উভয় মেরু মিলিত হয়ে যাবে একদিন,
তুমি এড়াতে পারোনা এর দায়, এর কাব্যিক ঋন।
দেখনা? সৈকতে যুগলের মধুর প্রেম দেখে,
ফিরে যায় ঢেউগুলি ভালোবাসার রং মেখে।
বিরহের অভিমানে আগুন জ্বলছে বরফের মহাদেশে,
শুধু আমি নয়, নিশ্চিত থাকো তোমাকেউ ভাসাবে একদিন এসে।
বন্ধ করেছো মায়ার দ্বার, সে দোষ শুধুই তোমার,
এই দূষনেই তলিয়ে যাবে পৃথীবি তোমার আমার।
হৃদয়ে আগুন জ্বেলে শান্তির ঘুম আনো আঁখিপাতে,
এই আগুনেই গলছে বরফ, দোষ কি তার গলাতে।
তুমি, আমি, সবে, মোরা মিলিত হলে প্রেমের পরিপূরকে,
স্বর্গদ্বার উন্মেচিত হবে এই মাটির পৃথীবির বুকে।
এসো মিলেমিশে সবাই ছড়ায় ভালোবাসার উষ্ণতা,
বরফের মহাদেশ জমেথাক শুনে মোদের প্রেম প্রনয়ের কথা।