তবু শিকল টানা ঘরে
          আলো এসে পড়ে
   বানের জলের মত,
দুঃখগুলো ভাদ্দুরে মেঘ হয়ে ওড়ে-
চাঁদের মত নির্ঝর হেঁসে যাও তুমি।


  যে এপিটাফে কথারা ঘুমায়
সেখানে প্রাণের স্পন্দন-সবুজ দেশ,
   সুখ গুলো স্বাধীনতা পেয়ে যায়।


    তুমি এলে সুখ আসে অবলীলায়
কুহক!তবু শান্তির ঢেউ খেলা করে অনেক দিন।


           যখনই দেখি দরজা খোলা-
দৌড় দেই-মাতাল; রোদ,হাওয়া আর ছায়ার সাথে,
চিরচেনা-মায়াময়ী এক মুখের কাছে বটপাতা বুকের কাছে
শীতল শান্তি ঢেলে দেয় আমার জন্ম-জন্মান্তরের মুনিয়া !