তুমি আসবে কি আসবে না
সময় ফুরিয়েছে -আমাকে উপহাস করে,
বলো কতকাল সময় উপেক্ষা করা যায়?
কতকাল রাত্রীকে হিংসা করে জেগে থাকা যায়!
কত স্ব্প্ন পুড়িয়ে ছাই করা যায়?
শ্রাবনের আকাশ ডাকলে
আমার চোখে ঝরো ঝরো বান ডাকে,
তুমি বল চোখ জোড়া কি.........!
তোমার চারু মুখের  হাসিতে হয়ত -
অন্তর জেগে রবে চিরকাল,
কিন্তু জৈবিক বেদনা!দীর্ঘ কালো নিঃশ্বাস!
তুমি বলেছিলে নিয়তি;সীমাব্দ্ধতার কুফল।
দুটো দিন ও পার হলো না
দরজায় কড়া নারে কে এই সন্ধায়?
নব বধূর মুখে কালো ছায়া,
কেন? তবে কি না না না !
বের হতেই দেখি তুমি!
যেন উজানের পানি ভেঙ্গে আসা এক ক্লান্ত মেয়ে!
কান্নার কল্লোলে জড়িয়ে আমাকে তুমি-
কী কঠিন! মেয়ে কাচের মতো ভেঙ্গে ঝুরঝুর করে
ঝরে আমার বাসি দেহে।বাঁচবো না আমি বাঁচবো না!
তুমি না সমাজ ও সভ্যতার এক নখরদর্পিত মেয়ে?
ভালোবাসাকে একপাশে ফেলে রেখে দিতে নেই মেয়ে,
বলো  এটা কি নিয়তি না সংকীর্নতা?