হয়ত মানুষ বলা হয় তাকে,
                 যার আছে হস্ত, চরণ,শীর্ষ ।
এ ধরায় মানুষ আছে বহু ভাগে বিভক্ত,
কেউ করে নরসেবা কেউ বা করে সর্বনাশ।


যথার্থ মানুষ হবে তবে অনর্থ দেহাংশ,
বিলুপ্ত করতে হবে মনের কোণের পশুত্ব,
      তবেই হবে মানব সেবায় আসক্ত।


সবে যদি এমনি ভাবে হয়ে ওঠে
পশুত্বহীন তবে আর কোন
       অসহায়  বাবা নাশ হবেনা অন্নজলহীন।
  পৃথিবীর মায়া ছাড়তে হবেনা কোন মাতার।
আর কোন নন্দিনীর আতঙ্কের সাথে
      থাকতে হবে না কোন একা কামরায়।


হয়তো মানুষ আর হবে না উদয়,
        ভুবন জগৎ হয়ে যাবে চির আলোকশূন্য।