তোমরা সাহসী  স্বপ্ন বিলাসী
ভয়কে করেছো  জয়,
এই ধরা বুকে  তোমাদের স্মৃতি
কখনো হবে না ক্ষয়।


ছিলে মহা জ্ঞানী তাই মোরা মানি
ভুলবো না কোন-দিন,
তোমাদের স্মরি  ভক্তিটা ভরি
বেঁচে থাকি যত দিন।


তোমরা প্রাণের  ভয়েও থামোনি
নাহি হটেছিলে  পিছু,
অন্যের কাছে  মায়ের ভাষা কে
দাওনি হতে যে  নীচু।


তোমরা হচ্ছো বাংলার গর্ব
স্বস্তি রেখেছো ভূমে,
তোমাদের কাছে  সবাই যে ঋণী
বাংলা বর্ণ প্রেমে।