তোমার লেখা সেই কবিতা
সতত আমি দেখি,
কবিতা দেখে আমি আবার
স্বপ্ন গুলোই লেখি।


রাত প্রহরী জোনাক পোকা
যায় যখন দেখা,
তাদের সাথেই গল্প করি
যখন থাকি একা।


তাল গাছের সুন্দর ঘরে
থাকে বাবুই পাখি,
রাতের ঘরে আলোর জন্য
খুঁজে আনে জোনাকি।


রাত পোহালে জোনাক পোকা
যাবে আপন বাড়ি,
পরের জন্য  থাকতে হলো
আপন বাড়ি ছাড়ি।


জোনাক পোকার মতো আমি
চাইনা এক রাত,
আমি তো চাই তোমায় নিয়ে
থাকবো এক সাথ।


তোমায় নিয়ে  সাধ যে জাগে
সারাজীবন থাকি,
জোনাকির মতো আলো দিয়ে
উজ্জ্বল করে রাখি।