কাজ করতে হবে রোজ দুপুর থেকে রাতে,
কাজের শেষে পায় না টাকা মোদের হাতে হাতে।
কাজের আগে কাকা দাদা ডাকবে শত বার,
কাজের শেষে চিনেনা তো আমি কে যেন তার?


আলো আঁধারের মাঝে নিকষ কালো,
ওদের মাঝে জলেনি মনুষত্বের আলো।


কাজের মধ্যে ভুল হলে শুনতে হয় কথা,
দৈনিক কাজ করতে হবে এটা ওদের  প্রথা।
কষ্ট বেশি তবুও বেতন, কমছে সবাই জানে প্রতিক্ষণে ,
কষ্ট ছাড়া বেতন বাড়ে আছে যারা চাটুকারিতার পানে।


সময়ঃবিকাল ৫.১৫মিনিট
তারিখঃ ০১-০৪-২০২১ইং