''অবিমিশ্র মাতা''


নীল আকাশের  বুকে সাদা
  উড়ছে বকের পাল
পুকুর ধারে কাশ ফুলেরা
   বিছিয়েছে জাল


নদীর ধারে শালুক পদ্ম
  আমায় দেখে  হাসে।
সোনালী সেই হাঁসেরাও যে
  তোমার সাথে ভাসে।


নয়ন আমার হয় যে কোমল
  তোমার রূপের গুণে
বললে সে তো শেষ হবেনা
  যতই না যাও শুনে।


তুমি আমায় তোমার সাথে
     তোমার বাড়ি নিবে?
তোমার বুকের মুক্ত হাওয়ায়
উড়তে আমায় দিবে।?


তোমার সাথে চলাফেরা
   তোমার সাথে খেলা,
সারা জীবন বাইবো আমি
তোমার প্রেমের ভেলা।