আজকের সমাজ‚ কেন জানি!
এমন হলো ভাই‚
নিজের স্বার্থে-পরের ক্ষতি
করছে যে সবাই।


পরের সুখ‚ দেখে যেনো!
নিজের গা জলে‚
অন্তরে বিষ রেখে সবাই
মিষ্ট কথা বলে।


লোভে পাপ‚পাপে মৃত্যু!
কে আজ তা মানে‚
পরের ক্ষতি করে সবাই
বড় হতে জানে।


বড়দের মান্য আজ
কয় জনেই করে‚
আপন মর্জিতে  সবাই
নিজের জীবন গড়ে।


সত্যের চেয়ে মিথ্যা সবাই
অনেক বেশী বলে।
নিজের স্বার্থে-পরের ক্ষতি
করছে ছলে বলে।


সমাজ থেকে উঠে গেছে
ভয় ভীতি লাজ‚
ধংস হতে চলছে
আজকের এই সমাজ।