২৬শে মার্চ বাংলার স্বাধীনতা-
লক্ষ কোটি শহীদের এই একতা।


দিয়েছিল রক্ত দিয়েছিল প্রাণ‚
মায়ের কোল থেকে কেড়ে নিয়েছিল তার সন্তান।


ভুমিষ্ট হয়ে শুনেছি একাত্তরের কথা‚
দীর্ঘ নয় মাস যুদ্ধের পর এই স্বাধীনতা।


পাকিস্তানি বাহিনীর অশান্ত আক্রমণ‚
জনতার বুকে চালিয়ে ছিল নির্শাসন।


ঘুমন্ত নীরস্র বাংলাদেশির উপর‚
অত্যাচার চালিয়ে ছিল দীর্ঘস্থর্।


মুক্তির বুকে ছিল জয়ের নিশ্বাস‚
প্রাণের ভয়ে ভাঙ্গেনী সেই বিশ্বাস।


রক্ত ঝরেছিল বুক দিয়ে‚ অশ্রু ঝরছিল নয়নে;
হার মানেনি শত্রুর কাছে প্রাণ দিয়েছিল ভুবনে।


যাদের আত্মত্যাগের জন্য হয়েছে এই দেশ স্বাধীন‚
ইতিহাসে লেখা থাকবে তোমাদের নাম চিরদিন।