মায়ের শাসন-মায়ের বারণ
আজও মনে পরে‚
দেখি না সেই চেনা মুখ
দু-বছর ধরে।


শিশু কালে যেমন করে
করেছেন মা যতন‚
এই জগতে নাইরে কেহ
মায়ের মতো আপন।


খাবার খেতে দেরি হলে
দিতেন মা বকুনি‚
মুখে তুলে দিতেন খাবার
করে কত যে কাহিনী।


আমি খেলে যেন ক্ষিধে
মায়ের মিঠে‚
আমার কান্না শুনিলে মা
আসিতেন ছুটে।


কি হয়েছে কাদছিস কেন
বুকে নিতেন তুলে‚
মা যে আমার চুমু খেতেন
ছোট্ট দুটি গালে।


আমি যদি হতাম
কখনো অসুস্থ‚
আমায় নিয়ে থাকতেন মা
দিবা রাত্রি ব্যস্ত।


স্কুল থেকে ফিরতে যদি
হতো আমার দেরী‚
পথের দ্বারে দাঁড়িয়ে থাকতেন
ঘর বাড়ি ছাড়ি।


সময়ের ব্যবদানে‚ মা নেই
আজ পাশে‚
চোখের জলে শুধু মায়ের
স্মৃতি ভাসে।