প্রবাস মানে‚
দেহের ক্ষয়; জীবনের পরাজয়!
প্রবাসকে পারেনি কেউ করিতে জয়।


প্রবাস মানে‚
রাত ৪ টায় বাজে এলান ঘড়ি!
হায়রে ঘুম! নিঝুম রাত দিতে হয় পারি।


প্রবাস মানে‚
নতুন মুখ‚ নতুন নতুন ভাষা‚
দেশে থেকে করেনা কেউ এই প্রত্যাশা।


প্রবাস মানে‚
সারাটা দিন; কাজের নানা বোঝা‚
প্রবাস নয়তো কারও কাছেই সোজা।


প্রবাস মানে‚
মন যে চায় ছুটে যাই ঘরে‚
মাথায় ঋনের বোঝা‚ যাই কেমন করে।


প্রবাস মানে‚
কারও কারও সংসার হয় ছাড়াছাড়ি‚
কোন কারণে টাকা পাঠাতে হয় যদি দেরি।


প্রবাস মানে‚
খাবার বানানোর ভয়ে‚ খায় অনেকে রুটি‚
দু-বছর আগে কারও হয় নাকো ছুটি।


প্রবাস মানে‚
বেচেঁ থেকেও যেন মরার মতন‚
এর নাম কিরে ভাই প্রবাস জীবন।