হবো শহীদ' না হয় গাজী-
ধরেছি যে বাজি‚
ইসলামের জন্য জীবন দিতে আমি ও রাজি।


সাদা কাফন-আমার আপন
করি নাতো ভয়!
দিব জীবন তবু যদি ইসলামের জয় হয়।


যেন প্রভু-আমি কভু
না হই হারা ঈমান‚
ইসলামের জন্য দিতে পারি এই জান কোরবান।


থাকবো না আর-বসে এবার
করে মুখ বন্ধ‚
চোখ থাকিতে কেন সবাই! হয়ে আছো অন্ধ?


এমন করে-চুপটি করে
থাকবে কতো দিন আর‚
সময় এসেছে ফিরিয়ে দেওয়ার ইসলামের অধিকার্।


হাতে রেখে হাত-করবো প্রতিবাদ ‚
আঘাতে করতে জানি আমি প্রতিঘাত!
রাত পোহালে হবে শুরু নতুন প্রভাত।