হারতে শিখেনি আমি‚ নেমেছি যে সংগ্রামে-
কাপুরুষ নই যে; প্রানের ভয়ে যাবো থেমে।
      সংগ্রামে যাবো আমি ঝাঁপিয়ে‚
      কখনো অগ্নি বা তুফান হয়ে‚
তুফানের গর্জন থাকবে‚ যতক্ষন আমি অশান্ত-
আমার সংগ্রামে আমি‚ হবো না কখনো ক্লান্ত।
.
দেহ বল‚ মন বল আছে যতক্ষন;
অভিযানে সংগ্রামী‚ আমি আজীবন।
       কাপুরুষের মতো মুখ বুজে‚
       থাকবো না আমি চুপ করে‚
অধিকার আদায়ে হবো না‚ কারও কাছে নতো-
বাঁচলে বাঁচবো! মাথা উচুঁ করে বাঁচার মতো।
.
স্বার্থলোভে যারা গড়েছে‚ টাকার পাহাড়-
আমার সংগ্রামে পাবে না‚ কেউ কোন ছাড়।
             আমি যে সংগামী‚
             এটাই আমার পাগলামী‚
হারাবার ভয়ে আমি‚ নইতো কখনো ভীরু-
আমার সংগ্রাম‚ আজ থেকেই হলো শুরু।