অদেখা
সুদীপ সিনহা
তোমারে আমি কখনো দেখিনি তবু,
লুকানো আছো আমার হৃদয় জুড়ে।
ছবির মতো ,ছায়ার মতো হয়ে,
উচ্ছসিয়ে আমার হৃদয় পুরে।


অনেক দিনে তোমায় দেখেছি কি?
হয়তো স্বপ্নে,হয়তো জাগরণে।
বিদেশিনীর বাঁকা চোখের উঁকি,
নয়ন দিয়ে পরান নিলে কিনে।


শুধু কেন বেদনা থাকি থাকি,
দূরের থেকে নিঃস্বাসিয়া আসে।
তোমার ছবি দুটি চোখে আঁকি,
কাননভূমি উদাস বায়ে ভাসে।


বেদন ,সেকি সত্যি নাকি মিছে,
কেন তবে উদাস করে রাখে।
ছুটি আমি কোন অজানার পিছে,
কোন কুমারী,এমন করে ডাকে।


চুপি চুপি কি কথা যাও বলে,
কিছুই তাহার অর্থ বুঝি নি যে।
মৃদু হেসে যখন গেল চলে,
বুকে বাজে তোমায় চিনি নি যে।
মেছেদা।।07/01/19