আমাদের গ্রাম
     সুদীপ সিনহা
আমাদের এই গ্রাম,
শিবরাম নগর নাম।
চরছে গরু,খেলছে রাখাল,
চির মধুর ধাম।


সবুজ ঘাসে,লাফায় ফড়িং,
ফিঙে লাফায় তিড়িং বিড়িং,
কোকিল টা ওই মধুর স্বরে,ডাকছে কাহার নাম,
চির সবুজ, চিরশ্যামল,আমাদের এই গ্রাম।


ছোট্ট নদী,স্বরস্বতী,গ্রামের ভেতর দিয়ে,
কুলু কুলু বইছে একা,
কিসের খবর নিয়ে।
বইছে হাওয়া,শরীর জুড়ায়,জুড়িয়ে গেল ঘাম,
চিরমধুর,শান্তিসুধা,আমাদের এই গ্রাম।


তোমরা সবাই এসো হেথায়,শান্তি পাবে খুঁজি,
গ্রামের মানুষ বন্ধু হবে,
ভীষন সোজাসুজি।
মেঠো পথে,মেঠো সুরে,জানাই যে প্রণাম,
শান্তিসুধা,স্নেহের বারি,
শিবরাম নগর গ্রাম।
শিবরাম নগর।।25/05/19