আমাদের আদরের মেনিটা
ভাত খায় হাঁড়ি থেকে    দুধ খায় রেখে ঢেকে,
পেলো খায় ক্ষীর আর ননীটা।


সবখানে সর্বদা গতি তার,
নেই কেউ,করেনি গো, ক্ষতি যার।
ছোঁ মেরে মাছ খায়   জানালা টপকে যায়,
কাজের হাসিলে তার ,নেই কোনো ভনিতা।


ছেলেদের বিছানায় ঘুম যায়,
বকলও পালায় দূরে  ফের আসে ঘুরে ঘুরে।
মিউ মিউ করে,কত গুন গায়।


দোষ ছাড়া কোন তার নাহি গুন,
তবু কি মায়ার বলে  বুকখানি যায় গলে,
পলক ফেলিতে করি আওহান।


কাল রাতে খুব বকা বকেছি,
সেই তারে শেষ আমি দেখেছি,
ছেলেরা কাঁদছে ওই  মোড় হারানিধি কই,
চুপি চুপি এলো,গুনমনিটা।