আমার জীবন তোমার মতো নয়
       সুদীপ সিনহা।
জীবন যাপন,তোমার মতো নয়,
তোমার মানে, তোমার যেমন হয়।
উঠতে দেরি,ঘুমের থেকে,
যদিও ওঠো,অনেক ডেকে।
কথা বলো,মানুষ দেখে,
হাঁটো যখন,কোমর বেঁকে।
দেখতে ভীষন,আলাদা লাগে,
বুক দুর- দূর কষ্ট জাগে।
তোমার জীবন,তোমারি নিশ্চয়,
তোমার জীবন,আমার মতো নয়।


তোমার মনটা,আমার মতো নয়,
যতই দেখি,লাগে যে বিস্ময়।
ছোঁয়া ছুঁয়ি,বাঁচিয়ে চলো,
সহজ কথা,ঝাঁঝিয়ে বলো।
দুচোখ,ঘুমে ঢল ঢল।
সারাক্ষণই,ব্যাস্ত খুবই,
সূর্য্য যেন,ডুবি ,ডুবি।
ঘনঘন,বিরক্তি সংশয়,
আমার জীবন,তোমার মত নয়।


তোমার পোশাক,আমার মতো নয়,
আঁটোসাঁটো, ভীষন খাটো,
তাতে আবার,নকশা কাটো।
মধ্যে মধ্যে,অনেক ফাটা,
ফুলের থেকে,বেশি কাঁটা।
পোশাক দেখে,ভুবন হবে লয়,
আমার জীবন,তোমার মতো নয়।
গেওয়াখালী।।29/02/20