আমারই বাংলা ভাষা
      সুদীপ সিনহা
পরম প্রিয় ,আমার, বাংলা ভাষা,
তোমার বুকে জীবন আমার,
ক্ষুধা ,তৃষ্ণা সকল আশা।
ও আমার বাংলা ভাষা।


মাগো,বাংলা তুমি,আমার মনে মনে,
কান্না হাসির সম্মিলনে।
যতই বলি,জুড়ায় হৃদয়,
বারি বহে, নয়ন কোনে।


ওগো,মাতৃভাষা,মাতৃ দুগ্ধ যেন,
জুড়ায় আমার সকল তৃষা,
ভরে সুখে,দুই নয়ন।


বাংলা তুমি,রক্ত, দিয়ে রাঙা,
ভায়ের মায়ের,আত্মদানে,
পূর্ন তব, ভুবন ডাঙ্গা।


তোমাতে মা,জড়িয়ে ধরে সুখ,
মাগো,তোমার বাণী,
জুড়ায় সকল দুখ।
তাই বারে বারে,এই প্রণতি,
তোমার কোলেই,ফিরে আসা,
আ মরি,বাংলা ভাষা,
মোদের গরব মোদের আশা,
ও আমার বাংলা ভাষা।
21শে ফেব্রুয়ারি।।2020।।নন্দকুমার।।